পল্লি চিকিৎসকের ঝুঁকিপূর্ণ চিকিৎসা
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব ধারিয়াপাড়া গ্রামে নজরুল ইসলাম নামের এক পল্লি চিকিৎসক দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ চিকিৎসা করে আসছেন। নাকের মাংস বেড়ে যাওয়া (পলিপ) রোগীদের তিন দফা অ্যাসিড প্রয়োগ করে বাড়তি মাংস কেটে ফেলছেন। চিকিৎসাবিজ্ঞানের নিয়মবহির্ভূত এই ঝুঁকিপূর্ণ চিকিৎসার মাধ্যমে দীর্ঘদিন ধরে গ্রামের স্বল্পশিক্ষিত মানুষদের জিমিঞ্চ করে রাখছেন তিনি। গত শুক্রবার নজরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়ির সামনে খোলা জায়গায় কমপক্ষে ২০ জন রোগী অপেক্ষা করছেন। তাঁদের সবাই পলিপ...
Posted Under : Health News
Viewed#: 76
See details.

